একটি ছেলে যার নাম হৃদয় ।একটিমেয়েকে খুব ভালবাসত ।মেয়েটিরনাম ছিল নদী।ছেলেটি সেই ছেলেটি প্রচন্ড ভালবাসত মেয়েটিকে ।কিন্তু মেয়েটি ছেলেটিকে পছন্দ করত না ।একদিন অনেক কষ্ট করে মেয়েটিকে রাজি করল ।কিন্তু মেয়েটি ছেলেটিকে একটা শর্ত দিল যে তুমি যদি আমাকে পেতে চাত্ত তাহলে তোমার মায়ের বুকের কলিজা আমাকে উসর্গ করতে হবে ।পাগল প্রেমিক ছেলেটা মা কে গিয়ে বল্ল যে মা আমি একটি মেয়েকে অনেক ভালবাসি ।তাকে পেলে পৃথিবিতেআমার আর কিছুই চাত্তয়ার নেই ।কিন্তু সব মা ই তো তার সন্তানের ভাল চায় ।মা চায় যে দুনিয়া তার সন্তান সুখি হউক ।মা বল্ল যে বাবা নে আমার বুকের কলিজা নিয়ে তুই <নদী>কে দে ।তবুত্ত দেখ নদী তর হয় কিনা ।অবশেষে মা তার বুকের কলিজা কেটে বের করে দিল।ছেলেটি অনেক খুশি হল যে সে তার প্রিয়তমা নদী কে পাবে আজ ।ছেলেটি তার মায়ের কলিছা নিয়ে দৌড়াতে লাগল সেই মেয়ে নদীর বাড়ির দিকে । দৌড়াতে দৌড়াতে রাস্তায় ছেলেটি পড়ে গেল ।এমন সময় হাতে থাকা মায়েরকলিজা টা ছেলেকে বল্ল বাবা ব্যাথা পাইছো তুমি ।হায় রে মায়ের ভালবাসা তার থেকে বড় বালবাসা দুনিয়াতে আর কি আছে?<এ থেকে বুঝা যায় যে,,,দুনিয়াতে মায়ের ভালবাসা থেকে বড় আর কিছুই নাই>
কেউ কাঁদলে তার মানে এই না যে সে দূর্বল ।।
বরং কারো জন্য কেউ কাঁদলে বোঝা যায় যে তার
একটা সুন্দর হৃদয় আছে ।।
এই শোন, আজ আমি তোমাকে যে না বলা কথাটি বলে দিতে চাই তা হল I love you.
হয়তো তুমি সবার চেয়ে মিষ্টি,,,,,
হয়তো তুমি এক পশলা বৃষ্টি,,,,,,
হয়তো তুমি একটি শিশির বিন্দু,,,,
জানিনা তুমি কি,,,,
শুধু জানি তুমি আমার মিষ্টি বন্ধু,,,,